ঈদ পূর্ব মেহেরজান


Hari-Raya
তুমি, উল্লাস আর হর্ষ নিয়ে  
আস ফিরে বার বার,
তোমার আগমে ধরায় বহে
খুশির জোয়ার।
 
উচ্ছ্বাসের প্লাবন নিয়ে
এলে তুমি ঈদ,
তোমার আগমনে আমার
নাইরে চোখে নিদ।
 
আজ ভুলে যা তুই ধনী-গরিব
উঁচু-নিচুর ভেদ,
আজ ভুলে যা তুই অভিমান
ভুলে যা তুই জেদ।
 

মদিনায় ছিলনা যখন
ঈদের অনুষ্ঠান,
তখন তারা পালন করত
‘নওরোজ’ আর ‘মেহেরজান’।
 
আনন্দের নামে করত তারা
অশ্লীল কর্ম-করণ,  
ধৃষ্ট কর্ম বাতিল করে
শুরু হল ঈদের প্রচলন।
 
আজকে মোদের শুভ সুযোগ
ভুলে যাই সব জিদ,
গরিব-দুঃখীর খবর নেরে
ওরে ও সুহৃদ।
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন
Sahidul_77@yahoo.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.