অভিমানী মেঘ (ধারাবাহিক উপন্যাস।)


M M Obaydur Rahman

9957_125607840965065_1421879621_n

মিতুর আজ ক্লাস নেই। সে বসে আছে তার পড়ার ঘরে। মিতুর টেবিলে একটি গল্পের বই আধা খোলা অবস্থায় পড়ে আছে। বইটা পড়তে চেষ্টা করে ছিল, কিন্তু মনোযোগ দিতে না পারায় বইটা সরিয়ে রাখছে মিতু। তার মন এখন ভয়াবহ খারাপ। সে বুঝতে পারছে না এই অবস্থায় তার কি করা উচিৎ। কেন যে মইন এমন কাজ করে! তার কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু মিতু কাঁদলো না। সে ডিভিডি প্লেয়ারে রবীন্দ্র সংগীত অন করলো। লো ভলিউমে গান শুনলে মিতুর মন ভালো হয়ে যায়। তবে আজ বোধ হয় রবীন্দ্র সংগীত ফেল করবে। গান ভাল লাগছে না। মনে হচ্ছে কেউ কানের কাছে প্যানপ্যান করছে!

–              এই মিতু, কিরে তুই ভাত খাচ্ছিসনা কেন? তিনটা বেজে গেল।

নিচের ডাইনিং রুম থেকে থেকে উচ্চস্বরে বলে উঠেন মিতুর মা সিমা বেগম। ভাত খেতে দেরি দেখলে তিনি সহ্য করতে পারেন না। ভাত বেড়ে রাখলে ভাত নাকি অভিসাপ দিতে থাকেন! তাই সবাইর উচিৎ ভাত বাড়লে সাথে সাথে খেয়ে ফেলা!

View original post 1,338 more words

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.