জানতে চান কে দেখল আপনার ফেসবুক প্রোফাইল?


জানতে চান কে দেখল আপনার ফেসবুক প্রোফাইল?

https://www.facebook.com/v2.7/plugins/save.php?app_id=1499138263726489&channel=http%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fconnect%2Fxd_arbiter%2Fr%2F1FegrZjPbq3.js%3Fversion%3D42%23cb%3Dfcf7bd7f805eec%26domain%3Dwww.prothom-alo.com%26origin%3Dhttp%253A%252F%252Fwww.prothom-alo.com%252Ff21eac36d4958e8%26relation%3Dparent.parent&container_width=155&locale=en_US&sdk=joey&size=large&uri=http%3A%2F%2Fwww.prothom-alo.com%2Ftechnology%2Farticle%2F852505 
 

আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল, তা কি বের করতে চান? কিংবা কয়জন আপনার ফেসবুক প্রোফাইলে ঢুঁ মারল বা সর্বশেষ আপলোড করা ছবিটি কারা দেখল, সেটি জানতে চান? ফেসবুক লাইক, শেয়ার, ইমোশন, মন্তব্য দেখার সুযোগ দেয়, কিন্তু কারা প্রোফাইল দেখে গেল, সেটি জানার সুযোগ দেয় না। কিছু কিছু অ্যাপ ব্যবহার করে অনেকে সেটি বের করার চেষ্টা করেন। কিন্তু অ্যাপের সে ফল ঠিকঠাক হয় না। সহজ কয়েকটি ধাপ অতিক্রম করলেই জেনে যাবেন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল সে বিষয়টি।
এ জন্য আপনাকে যা করতে হবে:

১. আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।

<a rel="jw_big_image

.

" onclick="return false;" href="http://paimages.prothom-alo.com/contents/cache/images/800x0x1/uploads/media/2016/05/08/dc0e15683541bb255e409164b50bbe89-Face-1.jpg" title="" id="media_0" class="jw_media_holder pop-media-holder media_image jwMediaContent aligncenter pop-active" data-image="http://paimages.prothom-alo.com/contents/cache/images/643x0x1/uploads/media/2016/05/08/dc0e15683541bb255e409164b50bbe89-Face-1.jpg" data-caption="আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।" data-author="" url="http://www.prothom-alo.com/technology#detail-image-1">

আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।
২. আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।<a rel="jw_big_image

.

" onclick="return false;" href="http://paimages.prothom-alo.com/contents/cache/images/800x0x1/uploads/media/2016/05/08/fd99269ab791768cafa9c3039b759c99-Face.jpg" title="" id="media_1" class="jw_media_holder pop-media-holder media_image jwMediaContent aligncenter pop-active" data-image="http://paimages.prothom-alo.com/contents/cache/images/643x0x1/uploads/media/2016/05/08/fd99269ab791768cafa9c3039b759c99-Face.jpg" data-caption="আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।" data-author="" url="http://www.prothom-alo.com/technology#detail-image-2">আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।
  ৩. আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।
  ৪. সার্চ অপশন বক্সে ‘InitialChatFriendsList’ টাইপ করুন।
  ৫. এর পাশে নম্বরের একটি তালিকা পাবেন। আপনার টাইমলাইনে যাঁরা এসেছে তাঁদের ‘আইডি’র তালিকা পাবেন।
  ৬. ওই ব্যক্তি আপনার প্রোফাইল এসেছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আপনি ‘facebook.com’ সাইটে যান এবং ফেসবুক ডটকমের পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইডি পেস্ট করে দিন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আইডি নম্বর হয় 100001825159730, তবে আপনি লিখবেন facebook.com/100001825159730
  ৭. মনে রাখতে হবে, প্রথম যে আইডিটি রয়েছে, সেটি আপনার প্রোফাইলে ঘন ঘন আসে আর যে আইডি সবার শেষে, সেটি কখনো ভুল করে হয়তো আপনার আইডিতে এসেছে।

তথ্যসূত্র: জি নিউজ

তথ্যসূত্র:http://www.prothom-alo.com/technology/article/852505

Sahidul Islam

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.